আরিফ মাহমুদ, কলারোয়া (সাতীরা) : আর স্কুলে যাওয়া হলো না শিশু আরিফের। ঘাতক মোটরসাইকেল চাপায় নিভে গেলো নিষ্পাপ কোমলমতি ১ম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান আরিফ (০৭) এর প্রাণ।
৫ অক্টোবর শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের শিশু পুত্র আরিফ স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কাকডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে পড়–য়া আরিফ স্কুলে পৌছানোর আগেই রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা ও চাপা দিয়ে চলে যায়। দূর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন শিশু আরিফকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে সাতীরা হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশু আরিফ।
মর্মান্তিক ওই দূর্ঘটনার পর বিুব্ধ জনতা ঘন্টা খানেক সড়ক অবরোধ করে রাখে।
অকালে শিশুসন্তানকে হারিয়ে পিতামাতা সহ স্বজনদের আহাজারিতে বাতাস প্রকম্পিম হয়ে উঠে কলারোয়ার সীমান্ত জনপদ কাকডাঙ্গা।
