ইয়ানুর রহমান, যশোর : এবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ হাজার ৮০ কেজি (২ টন) ইলিশ মাছ আটক করেছে বিজিবি। ৫ অক্টোবর শনিবার ভোরে বেনাপোলের সাদীপুর সীমান্তথেকে ওই মাছ আটক করা হয়।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর একেএম রায়হান হাফিজ জানান, শনিবার ভোররাতে শিকারপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী’র নেতৃতে একটি টহল দল বেনাপোলের সাদীপুর সীমান্তে অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা কয়েকটি মাছের ঝুড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঝুড়ির মধ্যে ২ হাজার ৮০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।
আটককৃত মাছের মুল্য প্রায় ৬২ লাখ ৪০ হাজার টাকা এবং মাছগুলি বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
