সৈয়দপুর (নীলফামার) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে সবচেয়ে বড় ক্রিকেট আসর ‘ এসো আমরা খেলা করি, মাদকমুক্ত দেশ গড়ি’- এই শ্লোগানে সৈয়দপুর গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট বর্ণাঢ্য আয়োজনে ৪অক্টোবর শুক্রবার উদ্বোধন করা হয়েছে।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গুলাল সিংহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাওয়াদুল হক সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবীর।
সৈয়দপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই টুর্ণামেন্টে পাকিস্তান ও ভারতের দুইটিসহ ঢাকা, সৈয়দপুর ও উত্তরাঞ্চলের ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।
