শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী এলাকায় হঠাৎ করেই গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম.এ.বারী’র পুত্র আলহাজ্ব মোহছিনুল বারী রুমি। গত এক সপ্তাহ যাবত হঠাৎ করেই সরব হয়ে মাঠে নামলেও অন্যান্য মমোনয়ন প্রত্যাশীদের দৌড়ে দ্রুতই অগ্রসর হচ্ছেন তিনি।
৪ অক্টোবর শুক্রবার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া বাজার, কুড়িকাহীয়া বাজার, ইন্দিলপুর বাজার, চিথলিয়া বাজার ও কাড়ারপাড়া এলাকায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার তিনি শ্রীবরদী সদর ইউনিয়নের নিয়ামতউল্ল¬াহ বাজার, দহেরপাড় বাজার, ভেলুয়া ইউনিয়নের চরশিমূলচূড়া বাজার, ঝগড়ারচর বাজার, মিজান বাজার ও ভেলুয়া বাজারে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও গনসংযোগ করেন। বুধবার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা, কর্ণঝোড়া বাজার, কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজার ও চৌরাস্তা বাজার এলাকায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। আর এ সুফল পাচ্ছে তৃণমূল পর্যায়ের জনগন। গ্রামে গঞ্জে বসে মানুষ দেশ-বিদেশে ইন্টারনেট ও মোবাইল ফোনে যোগাযোগ করছে। কৃষকরা তাদের কৃষি বিষয়ক পরামর্শ ঘরে বসে পাচ্ছে। কৃষিবান্ধব সরকার কৃষিতে রেকর্ড পরিমান ভতুর্কি দিয়ে সারের দাম কমিয়েছে। সারের বস্তার জন্য একজন কৃষককে এখন আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। স্লি¬পের জন্য নেতা ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে না। সারের ডিলারদের দোকানে বস্তায় বস্তায় সার মজুদ রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন উন্নত দেশ থেকে অধিক উৎপাদনশীল বীজ এনে কৃষকের কাছে পৌছে দিচ্ছেন। এ কারনে বাংলাদেশের কৃষকরা অতীতের চেয়ে এখন রেকর্ড পরিমান ফসল পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব হবে। মতবিনিময় ও গনসংযোগকালে তার সাথে ছিলেন শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম নেতা জিয়াউল আলম রিপন, ভেলুয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি রেজাউল করিম চেয়ারম্যান, সাধারন সম্পাদক আহম্মদ আলী, আ’লীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা ইউপি সদস্য হাবিবুর রহমান আরজু, শাহদাৎ হোসেন কালু মেম্বার, বিল্ল¬াল হোসেন, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান হিটলার, রাসেল তালুকদার, পলাশ, দেলোয়ার, স্বপন, আবু, হিটলারসহ কয়েকশত তৃণমূল নেতাকর্মী।