তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে বজ্রপাতে চতুর্থ শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার দুপুরে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম লিটন (১২)। সে উপজেলার রামনাথপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে লিটন বৃষ্টির সময় আমনের ক্ষেত দেখার জন্য জমির আইলে যায়। ওইসময় আকাশের বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন লিটনের লাশ উদ্ধার করে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
