ads

শুক্রবার , ৪ অক্টোবর ২০১৩ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাউজানে এবার পূজা হবে ২১৭টি মণ্ডপে: প্রস্তুতি চলছে স্বস্থানে প্রতিমা প্রতিষ্ঠার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৪, ২০১৩ ৫:৩৫ অপরাহ্ণ

raozan-pic.04.10..13 -.doc.psd মীর আসলাম. রাউজান.চট্টগ্রাম:  রাউজানে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের জন্য চুড়ান্ত প্রস্তুতি নিয়েছে। এবার এখানে ২১৭টি মণ্ডপে পূজা হবে। আগামী ১০ অক্টোবর ষষ্টি পূজার মাধ্যমে শারদ পূজার সূচনা হবে। ১৫ অক্টোবর প্রতিমা বির্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। উপজেলার প্রতিটি গ্রামে প্রতিষ্ঠিত মণ্ডপ গুলোতে এখন চলছে প্রতিমা সাজানোর কাজ। অধিকাংশ মণ্ডপে এখন শিল্পীরা প্রতিমার গায়ে রং তুলির শেষ আঁচরটি দিয়ে নিদিষ্টস্থানে বসানোর প্রস্তুতি নিচ্ছে। পরিদর্শনে দেখা গেছে রাউজান উপজেলা সদর জলিল নগরস্থ ঢেউয়াপাড়া উদ্য়ন সংসদ শ্রী শ্রী জগনাœথ সেবাশ্রমে তৈরী করেছে দৃষ্টিনন্দন প্রতিমা। প্রতিমার তৈরীতে নিয়োজিত মৃৎ শিল্পী রুপন চক্রবর্ত্তী জানিয়েছে এখন প্রায় প্রতিটি পূজা মণ্ডপে চলছে রং তুলির শেষ আঁচর দিয়ে প্রতিমা বসানোর প্রস্তুতি।
পশ্চিম গুজরার সরকার পাড়া কালি মন্দিরের একজন পূজার্থী টুটুন মহাজন বলেছেন ইতিমধ্যে তাদের প্রতিমা নিদিষ্ট আসনে বসানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। রাউজান পূজা উদযাপন কমিটির সভাপতি প্রিয়োতোষ চৌধুরী বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোপূজা এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ২১৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। উৎসবকে সর্বজনিন করতে পাড়ায় পাড়ায় কমিটি গড়া হয়েছে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমা বলেছেন দুর্গোৎসবে আনন্দঘন পরিবেশ বজায় রাখতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তিনি পূজা মণ্ডপ এলাকায় মদ্যপায়ীদের তৎপরতা রোধে পূজার্থীদের সহায়তা কামনা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন প্রতিটি মণ্ডপে শান্তি শৃংঙ্খলা রায় আনচার সদস্যদের পাশাপাশি পুলিশ তৎপর থাকবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!