মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুর বাসষ্ট্যান্ড বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মণিরুল হক মণি ৩৬৮ ভোট পেয়ে ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব আক্কাস আলী ৩১৩ ভোট পেয়েছেন। ২৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক গৌতম কুমার মহন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহমুদুল ইসলাম নয়ন ১৯২ ভোট পেয়েছেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত ওই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় গভীর রাতে। ৭ শতাধিক ভোটারের সমন্বয়ে গঠিত ওই বণিক সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোঃ মাহমুদ, ক্রীড়া সম্পাদক মতিবুল ইসলাম লিটন, সদস্য এমদাদুল হক, শেখ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ বাবলু ও আঃ জলিল।