শ্যামলবাংলা ডেস্ক : বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন ৭ হাজার ৯৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

বেসরকারি ফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন ৯৬টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৯৩৯। তার নিকটতম প্রার্থী হাতপাখা প্রতীকের গোলাম সরোয়ার হিরু পেয়েছেন ৫৭ হাজার ৯৪৩ ভোট।
এদিকে সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেলেও দুপুরের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবার তা কমে যায়।

ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি ছিল।
