ইয়ানুর রহমান (যশোর): প্রাইম ব্যাংক যশোর প্রথম বিভাগ ফুটবল লীগে শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার যশোর শামস-উল-হুদা ষ্টেডিয়ামে লীগের ফাইনালে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ কে ১-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে। এটি তাদের ধারাবাহিক দ্বিতীয় চ্যাম্পিয়ন শিরোপা। আর ফাইনালে হেরে ফেবারিট হওয়া সত্তেও রানার্স আপের তকমা লেগেছে মঈন স্মৃতি সং দের। কর্দমাক্ত মাঠে মিড ফিল্ডার খোকা বাবু’র গোলে তাদের চ্যাম্পিয়নশীপ নির্ধারিত হয়। ম্যান অফ দ্য ফাইনাল এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের একমাত্র গোলদাতা খোকা বাবু।
প্রাইম ব্যাংক যশোর প্রথম বিভাগ ফুটবল লীগ নিয়ে ঢের সংশয় ছিল। হয় কি হয় না এমনি দোলাচলে দোদুল্যমান ছিল ফুটবল লীগ। শেষ পর্যন্ত হয়েছে। শুধু তাই নয় ফুটবলের অশনি সংকেত যশোর থেকে আপাতত: এর ফলে দুর হয়েছে। ক্রীড়াঙ্গনের জন্য যা শুভ। দীর্ঘ অর্ধ বছর পরে ফুটবলের লীগ ফাইনাল ম্যাচ। বৃষ্টি কর্দমাক্ত আবহাওয়া সত্তে¡ও মাঠে দর্শকের প্রশংসনীয় উপস্থিতি ছিল। এটাই ফুটবলের কারিশমা। না থাকুক বার্সেলোনার মেসি- নেইমার, রিয়েল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইংল্যান্ডের ওয়েন রুনি ঠিকই ঘরের ছেলেদের খেলা দেখতে মাঠে হাজির দর্শক। মাঠের কাঁদা-পানি খেলার স্বাভাবিক ছন্দ পতন ঘটালেও শেষ মেষ সব ভালো ভাবেই ঘটেছে। আক্রমন আর পাল্টা আক্রমন পুরো সময়টায় দর্শকের মনোরঞ্জনের খোরাক জুগিয়েছে।
ভালো খেলেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের খোকা বাবু, গোল রক খোকন, স্ট্রাইকার টিটো। কম যাননি রানার্স আপ শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ এর লিটন, রানা, সবুর, দলনায়ক সবুজ। নেহায়েৎ ভাগ্য খারাপ, নইলে চ্যাম্পিয়ন তকমা তাদের জুটে যেতে পারতো। দুর্ভাগা এরা।
৯০ মিনিটের দুই অর্ধে গোল সংখ্যা মাত্র একটি। খেলার প্রথমার্ধ ছিল গোল শুন্য ড্র। দ্বিতীয়ার্ধে চমৎকার গোল করেন শেখ রাসেলের খোকা বাবু। আগে পরে আরো হওয়ার প্রচেষ্টা ছিল কিন্ত ভাগ্য বিধাতা ফাইনালের ভাগ্যে আর গোল বরাদ্দ রাখেননি। ১-০ গোলেই চ্যাম্পিয়ন শীপ নির্ধারন। জয়ী হয়ে উপুর্যপরি দ্বিতীয় চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। কোচ ইমদাদুল হক সাচ্চু এ যাত্রায়ও সেরা কোচের লেবেল গাঁয়ে লাগিয়েছেন। অথচ তার দলটি স্থানীয়দের নিয়ে গড়া।
বিরুপ আবহাওয়ার কারনে প্রাইম ব্যাংক যশোর প্রথম বিভাগ ফুটবল লীগের পুরষ্কার বিতরনী পর্ব সম্পন্ন হয়েছে জেলা ক্রীড়া সংস্থার প্যাসেজে। খেলোয়াড় ও কাব কর্মকর্তা, কোচদের মাঝে পুরষ্কার বিতরন করেছেন যশোরের জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মুস্তাফিজুর রহমান। তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপ্িস্থত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এ.কে.এম আরিফুৃল হক, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়াকুব কবীর, স্পন্সর প্রাইম ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান মলিক, আওয়ামী যুবলীগের জেলা সভাপতি জহুরুল ইসলাম চাকলাদার রেন্টু, হাউজ বিল্ডিং নির্মানকারী প্রতিষ্ঠান এস.এস বিল্ডার্স এর প্রোপাইটার রফিকুল ইসলাম হীরক।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক হাবিবুর রহমান চাকলাদার মনি, যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক এ.বি.এম. আক্তারুজ্জামান, কৃতি রেফারী আনছারুল ইসলাম মিন্টু, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যশোর জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রহিম কালু। উপচে পড়া ভীড়ে চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র, রানার্স আপ শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ এর খেলোয়াড় ও কর্মকর্তারা পুরষ্কার গ্রহন করেছেন।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যশোর জেলা শাখার নির্বাচনে প্রাইম ব্যাংক যশোর প্রথম বিভাগ ফুটবল লীগের সেরা খেলোয়াড় হয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মিড ফিল্ডার খোকা বাবু। তার হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যশোর জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রহিম কালু। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আবু আহসান মিটন, মালেকুজ্জামান কাকা, নুর ইমাম বাবুল প্রমুখ।
খেলোয়াড় স্কোয়াড:
শেখ রাসেল ক্রীড়া চক্র: খোকন, আজিজুল (অধিনায়ক), হারিস, আক্তার বাবু, ফরিদ, খোকা বাবু, কামাল, সাজু, ফারুখ, টিটো, শাহীন, শামীম, জাহাঙ্গীর, ধোলু ও নজু।
আপ শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ: সবুজ, রাজু, পাপ্পু, রানা, বাবু, সবুর (অধিনায়ক), আরিফ, লিটন, আদনান, আনোয়ার, পলাশ, হারিচ, ফান্টা, টুটুল, আনিচ, মামুন, আমিন, বেলাল।
রেফারী: মাহাবুর রহমান, সহকারী জিলু ও লাবু জোয়ার্দার। ধারা ভাষ্যকার: আক্তারুজ্জামান বাঙ্গালী। ম্যান অফ দ্য ফাইনাল: খোকা বাবু (শেখ রাসেল ক্রীড়া চক্র)।
