এম লুৎফর রহমান, নরসিংদী : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী শহর শাখার আমীর, শিক্ষাবিদ আলহাজ্ব জহিরুল ইসলাম মানিকসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ৪ অক্টোবর শুক্রবার বিকেলে নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। মিছিল শেষে সদর উপজেলা মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শামছুল ইসলাম তালুকদার, জেলা ছাত্র শিবিরের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
