সাপাহার (নওগা) সংবাদদাতা : বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে হই বলিয়ান সমাজ গঠনে রাখিব অবদান- শ্লোগানকে সামনে রেখে সাপাহারে আদিবাসী ছাত্র ছাত্রীদের এক শিক্ষা বিষয়ক সেমিনার ৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংগঠন কারিতাস রাজশাহী অঞ্চল সাপাহার শাখার সমাজ উন্নয়ন কর্মকর্তা হোসেন্না হাসদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান। অন্যান্যদের মধ্যে সাপাহার ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঃ স্যামসন হাসদা, সংগঠনের বলয় মারান্ডি, ভবেশ রায় প্রমুখ। ওই সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২শ জন আদিবাসী ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
