কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর এলাকার মাথাভাঙ্গা নদীতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার মানুষ নদীর দু’পাড়ে ভিড় করে।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট ঘাট থেকে শুরু হয় প্রতিযোগিতা। ঘাটে সারিবদ্ধ ২০টি নৌকা প্রতিযোগিরা চালিয়ে একমিটার দূরে পারকৃষ্ণপুর ঘাটে নিয়ে যান। প্রতিযোগিতায় প্রথম হন পারকৃষ্ণপুর গ্রামের হবা হালদার। দ্বিতীয় স্থান অধিকার করেন একই গ্রামের কৃষ্ণ হালদার, তৃতীয় স্থান অধিকার করেন একই গ্রামের বদে হালদার। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকাবাইচ প্রতিযোগিতা সমন্বয় কমিটির সভাপতি আয়ুব আলী। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ, খাইরুল বাশার, কিতাব আলী ও চঞ্চল মাহমুদ প্রমুখ।
