শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবেদীন ফারুক বলেছেন ২৪ অক্টোবরের মধ্য যদি তত্বাবধায়ক দাবি মেনে না নেন তাহলে ঈদের পরে মুরদ কত প্রকার তা দেখাবেন। ৪ অক্টোবর শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে ঢাকা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত ‘সংকট উত্তরণে নির্দলীয় তত্বাবধায়ক সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি ওই কথা বলেন ।
১৬ জন মন্ত্রী নিয়ে মতায় থাকার স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবেনা উলেখ করে তিনি বলেন,
আপনার অধীনে বর্তমান সংবিধান অনুযায়ী যদি নির্বাচন দেন তাহলে দেশের অবস্থা ভাল হবেনা । আমরা সে নির্বাচনে যাবো না।

ঢাকা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.মো. খলিলুর রহমান, জাতীয় পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম হায়দার,জাতীয়তাবদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান জুয়েল প্রমূখ ।
