শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচার আন্তর্জাতিক মান রা করে করা হয়নি। তিনি ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানিয়ে ডাকা বিােভ সমাবেশে ওই অভিযোগ করেন।
রাজনৈতিক প্রতিপকে নির্মূল করা এবং সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে ওই সমাবেশে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি, এই বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হতে হবে। শুধু আমরা নয় এই বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিয়ে সারা বিশ্বে প্রশ্ন উঠেছে। জনগণের কাছেও প্রশ্ন দেখা দিয়েছে কি বিচার হচ্ছে।
এই সরকার যদি মতায় থাকলে দেশে আইনের শাসন থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এ জন্য এ সরকারকে দ্রুত বিদায় করতে হবে উলেখ করে তিনি খালেদা জিয়ার নেতৃত্বে ২৫ অক্টোবর সকলকে ্ঐক্যবদ্ধভাবে নামার আহবান জানান।

সমাবেশে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীও মঞ্চে উপস্থিত ছিলেন।
