রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা : যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিবাদে ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ নূরপ্লাজা মার্কেট প্রাঙ্গণে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার, পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক রোমান হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ঠাকুর, উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোঃ টিপু সুলতান ভূঁইয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ মোঃ আতিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক, কলেজ শাখা ছাত্রদলের নেতা মো. রাসেল, জুয়েল পাটওয়ারী প্রমুখ। এছাড়াও সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
