এস, এম, হাসিব উদ্দোলা, পুঠিয়া (রাজশাহী) : প্রতিষ্ঠার ৬ মাস পরও চালু হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের ১০ এমবিএ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র। এব্যাপারে কর্তৃপক্ষের কোন উদ্যোগ না থাকায় এলাকার প্রায় ১০ হাজার গ্রাহক সুবিধা বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, বানেশ্বর বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মান কাজ প্রায় ৬ মাস পূর্বে শেষ হয়। ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ হবে কাঁটাখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে। কেন্দ্রটি চালু হলে অতিরিক্ত বিদ্যুৎ যোগ হবে পুঠিয়া জোনাল অফিসের সাবসেন্টারে। এ প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যেই এলাকার ৫০ কিলোমিটার লাইন নির্মান হলেও কেন্দ্রটিতে বিদ্যুৎ সরবরাহ না থাকায় সংযোগ প্রদান সম্ভব হচ্ছে না। সুত্রমতে ১০ হাজার পরিবার ও প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় রয়েছে। তারা নিজবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ওয়্যারিং কাজও সম্পন্ন করে রেখেছেন। পুঠিয়ার বানেশ্বর ও তার আশে পাশে রয়েছে প্রায় ৫ শতাধিক মিল কলকারখানা। এছাড়াও ওই কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ হলে পুঠিয়া কেন্দ্রেও অতিরিক্ত বিদ্যুৎ সংযুক্ত হবে। এতে নতুন একটি ফিডার বের করা সম্ভব হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে উপকেন্দ্রটি ৭ অক্টোবর চালু হবার কথা থাকলেও কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ায় সংযোগ আশা অন্ধকারেই পড়ে আছে। এতে এলাকায় সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। বৃহস্পতিবার রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বানেশ্বরে বিদ্যুতের উপকেন্দ্রটিতে এখনো লোড বরাদ্দ হয়নি। বরাদ্দ হলেই উপকেন্দ্রটি চালুর ব্যবস্থা নেয়া হবে। তবে কবে নাগাদ বানেশ্বর বিদ্যুৎ উপকেন্দ্রটি চালু হবে তা এখনো বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
