মোঃ কামরুল হাসান, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরে ট্রাক চাপায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিপুর গ্রামের হাতেম মোল্যার মোড় এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, রায়পুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী হাসনা হেনা (২৫) বাবার সাথে শ্বশুরালয় থেকে মটর সাইকেল যোগে বাবার বাড়ি সিন্ধাইন যাওয়ার পথে স্থানীয় হাতেম মোল্যার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (মাগুরা-ট ১১-০০৪৮) চাপা দিলে ঘটনাস্থলেই হাসনার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় তার বাবা মটরসাইকেল চালক গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাগ্যক্রমে বেঁচে যায় মটর সাইকেলের অপর আরোহী হাসনার ৪ বছরের শিশুসন্তান মাসুম। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকসহ চালক মানিক (২৫) কে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, দৃর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
