শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমে উপজাতিদের এলাকায় তালিবদের ঘাঁটিতে এক আত্মঘাতী সন্ত্রাসবাদীর বোমা বিস্ফোরণে অন্ততপে ১৫ জন নিহত হয়েছে।
টেলি-চ্যানেল ‘জিও নিউজ’ জানায় পাকিস্তানের জানিয়েছে ওরাকজাই জেলায় ফিল্ড-কম্যান্ডার নবী হানাফি-র ঘাঁটির কাছে আত্মঘাতী সন্ত্রাসী বিস্ফোরক বস্তু ভরা মোটরগাড়িতে বিস্ফোরণ সরঞ্জাম চালু করে। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত এ আওয়াজ শোনা গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ এজেন্সি ‘অ্যাসোশিয়েটেড প্রেস’। ওই বিস্ফোরনে অন্ততপে আটজন আহত হয়েছে।
