দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে দুর্গাপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপি ওই কর্মসূচি চলবে।
প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনিস মাহমুদ। দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম-রফিক এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবি প্রশিক্ষক রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, সহকারী কমিশনার প্রলয় চাকমা, নেত্রকোনা প্রেসক্লাব সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, একাডেমীর পরিচালক যতিন্দ্র সাংমা প্রমুখ। ৩ দিনের ওই বিশেষ প্রশিক্ষণে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার ৩২ জন সাংবাদিক অংশগ্রহন করেন। প্রথম দিনে প্রশিক্ষক হিসাবে ছিলেন পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় ড. প্রদীপ কুমার পান্ডে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ওই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পর্যায়ক্রমে প্রতিটি জেলা-উপজেলায় বুনিয়াদী সাংবাদিক গড়ে তোলার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।