এম লুৎফর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমীরসহ ৫ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে নরসিংদী থানা পুলিশ। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্ত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলা জামায়াতের আমীর জহিরুল ইসলাম মানিক মিয়া, সাবেক সেক্রেটারী মনির হোসেন, ডা. বাবুল, সাদেকুর রহমান ও ইউনুছ মিয়া।
জানা যায়, দাওয়াতী সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় মানিক মিয়াসহ ওই ৫ জন দলীয় প্রচারপত্র বিলি করতে শহরের শাপলা চত্বরে পৌছলে পুলিশ তাদেরকে প্রচারপত্র ও লিফলেটসহ গ্রেফতার করে। এসময় পুলিশের সাথে জামায়াত কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। আটককৃতদের বিরুদ্ধে কর্তব্যকাজে বাধা ও পুলিশ অ্যাসল্টের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
