ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা যশোরের অগ্রণী মাল্টিপারপাস

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩, ২০১৩ ২:৪৮ অপরাহ্ণ

protaronaইয়ানুর রহমান, যশোর : আমানতকারীদের কয়েক কোটি  টাকা নিয়ে লাপাত্তা হয়েছে যশোরের অগ্রণী মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড নামধারী প্রতারক চক্র। মেয়াদী আমানতের বিপরীতে লাখে এক হাজার ৮শ টাকা লভ্যাংশ প্রদানের প্রলোভন দেখিয়ে ওই অঞ্চলের দু’শতাধিক মানুষকে পথে বসিয়ে লাপাত্তা হয়েছে প্রতারক চক্রটি।
জানা যায়, বছর খানেক আগে রাজারহাট এলাকার শফি উদ্দিনের ছেলে ইব্রাহীম হোসেন, চাঁচড়া এলাকার মুজিবর রহমান, মণিরামপুরের খানপুরের ইমামুল হোসেন, উপশহরের নাজমুল হেসেন সুমনসহ কয়েকজনের একটি প্রতারক চক্র অগ্রনী মাল্টিপারপাস কো-অপারটিভ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে। জেলা সমবায় অফিসে অগ্রণী মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠনের নিবন্ধন নিয়ে জড়িয়ে যায় অভিনব প্রতারণায়। অগ্রণী মাল্টিপারপাসের সাইন বোর্ড ঝুলিয়ে লোক নিয়োগের নামে ৭ জনের কাছ থেকে হাতিয়ে নেয় ৩ লাখ টাকা। এরপর ৫ জন পিয়ন নিয়োগের নামে মাথাপিছু হাতিয়ে নেয় ৫০ হাজার টাকা করে। এছাড়া কিছু মাঠকর্মী নিয়োগের নামে হাতিয়ে নেয় আর ১০ লক্ষাধিক টাকা। এরপর ওই সব মাঠকর্মী ও অফিসার নামধারী স্টাফদের মাঠে ছেড়ে সংগ্রহ করে আমানতকারী ও সাধারণ সদস্য। ওই সময় প্রায় মাঠ থেকে সদস্যদের সাপ্তাহিক সঞ্চয় ও মেয়াদী প্রকল্প থেকে হাতিয়ে নেয় প্রায় দু’কোটি টাকা। এ অবস্থায় হঠাৎ লাপাত্তা হয়ে যায় অগ্রণী মাল্টিপারপাস নামের ভূয়া সংস্থাটি। সেইসাথে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সম্পাদকের ফোন নাম্বারটিও। মাথায় হাত ওঠে স্টাফদের। আমনতকারী বা সদস্যদের মাথা প্রতি দ’ুলাখ থেকে তিন লাখ টাকা জামানত রয়েছে। ভূক্তভোগীদের অনেকে সম্পাদক নামধারী মজিবরের সাথে যোগাযোগ করলে তিনি মিডিয়াকে জানাতে নিষেধ করেন। দ্রুত সবার টাকা দিয়ে দেয়া হবে। তবে লাপাত্তা হওয়ার সংবাদ পত্রিকায় দিলে কারো টাকা ফেরত দেয়া সম্ভব হবেনা এই মর্মে হুমকি প্রদান করায় আমানতকারী সদস্য ও স্টাফরা টাকা ফেরতের আশায় কিছুদিন নীরব থাকেন।
সম্প্রতি যশোর যমুনা মাল্টিপারপাসের প্রতারণা নিয়ে সিরিজ সংবাদ প্রকাশিত হলে বেরিয়ে আসে অগ্রণীর লাপাত্তা হয়ে যাওয়ার কথা। প্রতারক ইব্রাহীম, মুজিবর, ইমামুল ও নাজমুল হাসান সুমনের বিরুদ্ধে নানা তথ্য দিয়ে লাপাত্তা হওয়ার কাহিনী ও প্রতারকদের ব্যাপারে জানান ভূক্তভোগিদের অনেকে। অফিস গুটিয়ে ওই প্রতারক চক্রটি গা ঢাকা দেওয়ায় শতাধিক আমনতকারী ও মোটা অংকের লগ্নিকারী স্টাফরা এখন দ্বারে দ্বারে ঘুরছেন।
প্রতারক চক্রের মূল হোতা ইব্রাহীম হোসেন, মুজিবর রহমান, ইমামুল হোসেন, নাজমুল হাসান সুমন শুধু আমানতকারীদের নয়, বিভিন্ন পদে প্রতারণামূলক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকা নিয়েছে চক্রটি। জেলা সমবায় অফিস বিষয়টির ব্যাপারে ওয়াকিবহাল থাকলেও  অজ্ঞাত কারণে নিরবতা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন আমানতকারী স্টাফ ও সদস্যরা। একই সাথে ওই প্রতারক চক্রের মাল্টিপারপাস অনুমোদন দেয়ার সাথে জড়িত জেলা সমবায় অফিসারের স্বচ্ছতা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ভূক্তভোগীরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!