ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৩ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ-বিএনপি দেশের কাঙ্খিত উন্নয়নে ব্যর্থ : হুসেইন মোহাম্মদ এরশাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩, ২০১৩ ৮:১৯ অপরাহ্ণ

Ershadএম লুৎফর রহমান, নরসিংদী : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদ বলেছেন বিএনপি এবং আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও দেশের কাঙ্খিত উন্নয়নে বারবার ব্যর্থ হয়েছে। যে দল ক্ষমতায় গিয়েছে সে দল নিজেদের পকেট ভারী করেছে। তাই এদেশের মানুষ ওই দুই দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি ৩ অক্টোবর বিকেলে হবিগঞ্জ যাবার পথে নরসিংদী শহরের ভেলানগরস্থ বাসষ্ট্যান্ডে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় ওই কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উপজেলা পরিষদ দেশের মানুষের নিকট জনপ্রিয় হলেও পরবর্তী সরকার এসে উপজেলা পরিষদকে কোন মুল্যায়ন করেনি। দেশের মানুষ দুই দলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। আগামী দশম জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন হবে কি হবে না তা নিয়ে ধম্রজাল সৃষ্টি হয়েছে। দুদলই ক্ষমতার জন্য লড়াই মরিয়া হয়ে উঠেছে। তবে জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে চাদাঁবাজি, দখল বাজি, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হবে। এদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, তারা হরতাল-নৈরাজ্য চায় না। এদেশের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার পূর্নবহাল ও সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন চালিয়ে যাবে জাতীয় পার্টি।
ওইসময় জেলা জাতীয় পার্টির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা এডভোকেট মোস্তফা জামান বেবী,  জেলা জাপার সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, এডভোকেট রেজাউল করিম বাছেদ, এডভোকেট রশিদুজ্জামান ভুইয়া, এডভোকেট আবুল হাসানাত মাসুম, ওমার প্রধান, ওমর ফারুক মিয়া, আরিফ মোল্লা ও জহিরুল হক মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব সংহতির সাধারন সম্পাদক ফররুখ আহমেদ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!