স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফজলুর রহমান (৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২ অক্টোবর বুধবার বিকেলে ২শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শেরপুর ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়। সে পেশাগতভাবেই গাঁজার ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
