এম.আর.টি. মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি শ্রীবরদী শাখা আহুত এক প্রতিবাদ সভা পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে ২ অক্টোবর বুধবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দারাব উদ্দিন সরকার রেজা, ছামছুল হক, রুবেল, পনির, পাপন প্রমুখ। সভায় ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিটফোর্ড এলাকায় ওষধ প্রশাসনের মহা-পরিচালকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিশটি দোকান সীলগালা করণ, মালামাল জব্দ, ২০ জনকে গ্রেফতার, এক বছরের কারাদন্ড ও অর্থদন্ড করনের সমালোচনা ও নিন্দা জানানো হয়।
সেইসাথে অবিলম্বে কেন্দ্রীয় সংগঠনের ১৬ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়।
অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ অক্টোবর সকাল হতে রাত ১০টা পর্যন্ত শ্রীবরদী উপজেলার সকল প্রকার ঔষধের দোকান বন্ধ রাখতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
