শ্যামলবাংলা ডেস্ক : মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি, এ রায়ে বিস্মিত বিএনপি। রায় ঘোষণার একদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল দিলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ অক্টোবর বুধবার বিকালে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একই সাথে
বৃহস্পতিবার সারাদেশে বিােভ সমাবেম এবং ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বেলা তিনটায় সমাবেশ করবে মহানগর বিএনপি।
মির্জা ফখরুল বলেন, এই ট্রাইব্যুনাল গঠন ও বিচারিক প্রক্রিয়র স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি সব সময স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারের প।ে

রাজনৈতিক প্রতিপকে নির্মূল ও সুপরিকল্পিতভাবে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্কাইপি কেলেঙ্কারি ও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায়ের আগে ইন্টারনেটে রায় প্রকাশিত হওয়ায় এই রায় গ্রহণযোগ্যতা হারিয়েছে। ইন্টারনেটের সূত্র উলেখ করে মির্জা ফখরুল বলেন, ২৩ মে আইন মন্ত্রণালয়ে এই রায় লেখা হয়েছে। এটি ন্যায়নীতিবর্জিত নজিরবিহীন ঘটনা।’

ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের করা শাহবাগ থানায় সাধারণ ডায়েরির উলেখ করে তিনি বলেন, ইন্টারনেটে রায় প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয় তদন্ত করার কথা বলেছে। এর পরিপ্রেেিত আমরা মনে করি, সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।
