শ্যামলবাংলা ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধের অভিযোগে দেয়া সব মৃত্যুদণ্ডের রায় বাতিল করার আহ্বান জানিয়েছে।
সাকা চৌধুরীর রায় ঘোষণার পর এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ গবেষক আব্বাস ফযেজ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় যেসব মানুষ নৃশংসতার শিকার হয়েছেন তারা এবং তাদের পরিবার দীর্ঘদিন ধরে সুবিচার দাবিদার। কিন্তু এ েেত্র মৃত্যুদণ্ডই জবাব নয়।
বিবৃতিতে ফয়েজ আব্বাস ‘মৃত্যুদণ্ডকে একটি নির্মম ও অমানবিক এক শাস্তি’ অভিহিত করে বলেন, “সালাহউদ্দিন কাদের চৌধুরী ও অন্য সবার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের শাস্তি অবশ্যই বাংলাদেশকে বাতিল করতে হবে। এটা সুবিচারের কোন পথ হতে পারে না।
তিনি সরকারের প্রতি সুষ্ঠু বিচারের স্বার্থে মৃত্যুদণ্ডের শাস্তিতে ফিরে না গিয়ে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল আন্তর্জাতিক আইন ও মানদণ্ড বজায় রেখে বিবেচনা করতে।
মৃত্যুদণ্ড বিলোপ করার প্রথম পদপে হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই ফাঁসি কার্যকর বিলম্বিত বা মুলতবি করতে হবে।
তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিছু ব্যতিক্রম ছাড়া সকল মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।
