শ্যামলবাংলা ডেস্ক : আগামী ১১ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় উদ্যোক্তা সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রেসিডেন্ট বারাক ওবামা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কার্যালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে প্রকাশ ওবামার বদলে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে মালয়েশিয়া সফর করবেন এবং তিনিই ওই সম্মেলনে বর্ক্তৃতা করবেন।
মার্কিন কংগ্রেস সোমবার রাতের মধ্যে নতুন বাজেট পাস করতে ব্যর্থ হলে বেশকিছু সেবা খাত বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। এতে সাত লাখেরও বেশি সরকারি কর্মচারি বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। এছাড়া জাতীয় পার্ক, জাদুঘর এবং আরো অনেক সেবাধর্মী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি ভিসা ও পাসপোর্ট আবেদনের বিষয়টিও ঝুলে যাবে। বাজেট পাস না হওয়ায় এ নিয়ে মার্কিন সমাজে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন বাজেট পাস করা নিয়ে দেশটিতে চলমান সংকট নিরসনের জন্য মালয়েশিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
