শ্যামলবাংলা ডেস্ক : ৩ দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।১ অক্টোবর মঙ্গলবার বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ওই অনশন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। অনশন কর্মসূচিতে প্রত্যেক জেলা থেকে ১শ জন করে শিক্ষক প্রতিনিধি অংশ নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই কর্মসূচি চলবে। এছাড়া বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এক সমাবেশ শেষে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা, সিনিয়র সহ-সভাপতি জাহান আরা খানম, জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান, গ্র্যাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন কামাল, সাধারণ সম্পাদক বদরুল আলমসহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার শিক্ষক নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের বেতন স্কেলের একধাপ নিচে নির্ধারণ এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসন না করার প্রেক্ষিতে তারা ওই কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের ওই ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এজন্য সারাদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়লেও তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
