শ্যামলবালা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা ও দুর্গা পূজাকে সামনে রেখে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। ২ অক্টোবর বুধবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের সব কার্যালয় ও অন্য ব্যাংকের শাখাগুলোতে যথারীতি নতুন নোট পাওয়া যাবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে ওই কথা জানানো হয়।
রাজধানীতে যেসকল ব্যাংকের শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে সেগুলো হচ্ছে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংকের রমনা, জনতা ব্যাংকের নিউমার্কেট, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড, পূবালী ব্যাংক সদরঘাট, এসআইবিএলের বসুন্ধরা মার্কেট, জনতা ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ, ডাচ-বাংলা ব্যাংকের গুলশান, সাউথইস্ট ব্যাংকের কারওয়ানবাজার, প্রাইম ব্যাংকের মালিবাগ, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী এবং প্রাইম ব্যাংকের মিরপুর-১ শাখা।
এবার ১শ, ৫শ এবং ১ হাজার টাকার নতুন নোট বেশি ছাড়া হবে। এছাড়া গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও সকল শাখা অফিসে বুধবার থেকে বিশেষ কাউন্টার খোলা হবে। উল্লেখ্য রোজার ঈদে প্রায় ১৭ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
