শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের পর বিজয় ও আনন্দ মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। এছাড়া নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল, ইসলামী বিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় ওই রায়ের প্রতিক্রিয়ায় আনন্দ মিছিল হয়েছে। খবর শ্যামলবাংলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো।

গণজাগরণ মঞ্চ : মানবতা বিরোধী অপরাধে সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই শাহবাগে উল্লাসে ফেটে পড়েন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। তারা জাতীয় পতাকা হাতে শাহবাগ থেকে বিজয় মিছিল বের করে। এতে শরিক হয় সর্বস্তরের মানুষ। এসময় ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা।
এসময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ওই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাকা চৌধুরীসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
নারায়ণগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ফাঁসির দন্ডাদেশ হওয়ায় আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর নারায়ণগঞ্জ মহানগরের চাষাঢ়া শহীদ মিনার থেকে ওই মিছিল বের করা হয়। এসময় সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, অ্যাডভোকেট আওলাদ হোসেন, নিখিল দাস, জিয়াউল ইসলাম কাজল, দুলাল সাহা, জাহিদুল হক ভূঁইয়ার দিপু, শোভা সাহা, আবদুর রহমান প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ মানবতা বিরোধী কর্মকান্ডে জড়িত সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দন্ডাদেশ দ্রুত কার্যকরের দাবি জানান।

বরিশাল : মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ হওয়ায় আনন্দ প্রকাশ করে নগরীতে মিছিল করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বর থেকে পরিষদের সভাপতি সৈয়দ দুলালের নেতৃত্বে মিছিলটি বের হয়। এসময় মিছিলে আগতরা রাজাকার বিরোধী স্লোগান দেন। মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, সকা চৌধুরীর এ রায়ে জাতির আশা-আকাঙ্খক্ষার প্রতিফলন ঘটেছে। রায়ের মাধ্যমে আবারো প্রমাণিত হলো ব্যক্তি যত ক্ষমতাবান থাকুক না কেন আইনের আওতায় সবাই সমান। তাই অনতিবিলম্বে সাকার ফাঁসির রায় কার্যকর ও অন্যান্য যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নিমূল কমিটি জেলা শাখার সভাপতি শান্তি দাস, মহানগর সভাপতি মাস্টার নুরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে তারা একে অপরকে মিষ্টি মুখ করান।
এছাড়া একই সময়ে রায়ে আনন্দ প্রকাশ করে মহানগর ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল যৌথভাবে আনন্দ মিছিল করেছে। নগরীর সোহেল চত্ত্বর আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ : মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পরপরই মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালামের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সাকার ফাঁসির রায়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণ হয়েছে। এখন রায় দ্রুত কার্যকর করাই সময়ের দাবি।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধের মামলায় সাকা চৌধুরীর ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মঙ্গলবার দুপুর দেড়টায় স্থানীয় শাপলা চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। পরে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। ওই সময় খাগড়াছড়ি গণজাগরণ মঞ্চের সমন্বয়ক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ,জেলা মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার মংসাথোয়াই চৌধুরী, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হান্নান লিটন উপস্থিতি ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়: মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় ঘোষিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ওই বিজয় মিছিল করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন খানের নেতৃত্বে দুপুর ২টায় মেইন গেট থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুজর গিফারী গাফফার, সজিবুল ইসলাম সজিব, আহমেদ মাহফুজ সাজন, সদস্য হাফিজুর রহমান, আনিসুজ্জামান লিটন, শাহিন হাসান রতন, মাহবুব হোসেন জনি, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু, জুয়েল রানা হালিম, বঙ্গবন্ধু হল সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
অন্যান্য : এছাড়া নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, গাজীপুর, মেহেরপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের তরফ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
