শ্যামলবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রত্যাখান করে চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ওই হরতালের ঘোষণা দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওই বিচার প্রহসনমূলক।
শাহাদাত হোসেন ট্রাইব্যুনালে বিচারের সময় সাংসদ সালাউদ্দিন কাদেরের পক্ষে সাক্ষ্য দেয়ার পর্যাপ্ত সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করে বলেন, ওই প্রহসনের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির পক্ষে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এসময় বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার দুপুরে সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করে। হত্যা, গণহত্যা, লুটপাট, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।