স্টাফ রিপোর্টার : লাল সবুজ আমাদের শক্তি-এ শ্লোগানে কেক কেটে, আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে চ্যানেল আই’র জন্মদিন পালিত হয়েছে শেরপুরে। ১ অক্টোবর মঙ্গলবার সকালে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে চ্যানেল আই’র জন্মদিন উদযাপন করা হয়।
মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষাবিদ মুহম্মদ মহসীন আলী কেক কেটে ‘১৫ বছরে চ্যানেল আই’ আনন্দ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হাকিম বাবুল উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, বিএডিসি’র সাবেক নির্বাহী প্রকৌশলী মনোরঞ্জন দে, আমিরুজ্জামান লেবু মাষ্টার, ডিএফএ সেক্রেটারী ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মানিক দত্ত, শেরপুর টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন সম্পাদক শরিফুর রহমান, আবুল কালাম আজাদ মাষ্টার, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী প্রমুখ।
পরে পৌর নিউমার্কেট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে শেরপুর সরকারী কলেজ, নবারুণ পাবলিক স্কুল, আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল, বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
