এস.এম. আজিজুল হক, পাবনা : দেশের বহুল আলোচিত পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প’র নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। ২ অক্টোবর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে ওই প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পাবনা জেলা আওয়ামী লীগে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। দলীয় নেতাকর্মীরা প্রচার প্রচারনায় মুখোরিত করে রাখছেন পুরো পাবনা জেলা। বিশেষ করে ঈশ্বরদীতে দলীয় নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে পাকশীর পরিদর্শন বাংলোয় পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বুধবার বেলা ১১টায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর তিনি দুপুরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি শেষে পাকশীর রূপপুর আনবিক প্রকল্প মাঠে পাবনা জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। এর আগে প্রধানমন্ত্রী জনসভা স্থল থেকে পাবনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।
এগুলোর মধ্যে সরকারি এ্যাডওয়ার্ড কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হল, বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ত্রিতল একাডেমিক ভবন, বেড়া আলিম মাদ্রাসা, চরগড়গড়ি দক্ষিণপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দারুল উলুম মারকাজিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন, ফরিদপুর ফায়ার সার্ভিস ভবন, ঈশ্বরদী উপজেলার কোমরপুর হতে লালপুরের গৌরিপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প, ঈশ্বরদী মহিলা কলেজের ৪তলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবন, পাবনায় শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়াম সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, বেড়া কলেজ, সাঁথিয়া কলেজ, জোড়গাছা কলেজ, শহিদ নুরুল ইসলাম ডিগ্রী কলেজ, মাঝদিয়া ভবানীপুর কেজিবি কলেজ, নাজিম উদ্দিন আজগর আলী কলেজ, মোহাম্মদ ইয়াছিন আলী ডিগ্রী কলেজ, খিদিরপুর ডিগ্রী কলেজ, সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, টিনাবাড়ি বিলকোলমি দাখিল মাদ্রাসা, বড়দানগর আব্বাসিয়া দাখিল মাদ্রাসা, আটঘরিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৪ তলা ভিত বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবন, বনওয়ারীনগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয় ৪ তলা ভিত বিশিষ্ট ত্রিতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে।
