শংকর চন্দ্র বনিক, নান্দাইল, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল- হোসেনপুর রাস্তায় বাকচান্দা পযর্ন্ত ৮ কিঃ ৮০০ মিটার রাস্তা নির্মানে ব্যাপক অনিয়ম হচ্ছে। নি¤œ মানের দ্রব্য সামগ্রী ব্যবহার করার বিষয়টি তুলে ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় বেশ কয়েকটি সংবাদ প্রকাশের পর উর্ধতন কর্তৃপরে নির্দেশে সোমবার ময়মনসিংহের সুপারেন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান পুনঃ নির্মান কাজ পরিদর্শনে এসে অনিয়ম দেখতে পান । এ প্রতিনিধি মঙ্গলবার রাস্তা পরিদর্শনে এসে কি কি অনিয়ম পেলেন তা জানতে মোবাইল ফোনে সুপারেন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার কে জিজ্ঞাসা করলে তিনি বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে রাস্তার কাজ দেখতে গিয়ে সেখানে ইটের খোয়ার মান নি¤œমানের এবং তা খুব বড় বড় যা নিয়মের বাহিরে। কলা গাছ দিয়ে প্যালাসাইটিং করা হয়েছে তা দ্রুত সরিয়ে নিয়মানুযায়ী প্যালাসাইটিং করে তারপর রাস্তার কাজ শুরু করার নির্দেশ দেন। তিনি রাস্তার কাজে কোন ওর্য়াক সহকারী না থাকায় অসন্তোষ প্রকাশ করে প্রতিদিন কাজের তদারকি করার জন্য উপজেলা প্রকৌশলীকে নিদের্শ দেন।




