শ্যামলবাংলা ডেস্ক : সাকা চৌধুরীর রায় প্রমাণ করল বিএনপি যুদ্ধাপরাধীদের দল। মঙ্গলবার কারওয়ান বাজারে রায় ঘোষণার পর তাৎণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেন, অপরাধ করলে মানুষ নরম থাকে কিন্তু সাকা চৌধুরী আস্ফালন করেছেন।
এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে উলেখ করে হানিফ বলেন, জিয়াউর রহমান ওই যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেগেছেন আর খালেদা জিযা তাদের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দিয়ে পৃষ্ঠপোষকতা করেছেন।

উলেখ্য, বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের ল্েয ২০১০ সালে আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর সাড়ে তিন বছরে ওই ট্রাইব্যুনালের সপ্তম রায় এটি। আর এই প্রথম বিএনপির কোন নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম রায়।




