শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনের ৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে রাবেয়া খাতুন (২০) নামে এক তরুণী। ১ অক্টোবর মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে। সে ঢাকার মালিবাগের হাজীপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আবুজর গিফারি কলেজের শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পুরনো ঢাকায় জেলা জজ আদালতের পুরনো ভবনের ৫ তলা থেকে লাফিয়ে পড়েন রাবেয়া। গুরুতর আহত রাবেয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকোল সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তার একটি মোবাইল উদ্ধার করা হয়। এব্যাপারে কোতয়ালি থানার এসআই শহীদুল ইসলাম জানান, ওই তরুণীর হেফাজত থেকে উদ্ধারকৃত মোবাইলের ম্যাসেজ পর্যালোচনায় মনে হচ্ছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শী এক হকারকে উদ্বৃত করে তিনি বলেন, মেয়েটি লাফিয়ে পড়ার কিছুক্ষণ আগে আদালত ভবনের প্রবেশমুখে দুজন ছেলের সঙ্গে তাকে ঝগড়া করতে দেখা গিয়েছিল।
