শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের ২৪ ঘন্টার ব্যবধানে দু‘দফা ড্রোন হামলায় অন্তত: চারজন নিহত হয়েছে।ৃ ওই ড্রোন হামলায় পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দরগামান্ডিতে ৩ জন এবং উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে ১ জন নিহত হয়েছে।
এ নিয়ে গত ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পাকিস্তানে দ্বিতীয় দফা ড্রোন হামলা চালালো আমেরিকা।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমেরিকাকে তার দেশে ড্রোন হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন। ড্রোন হামলায় পাকিস্তানের নিরপরাধ বেসামরিক মানুষ হতাহত হয় উলেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসবাদ নির্মূলের ল্েয যেসব প্রচেষ্টা চালাচ্ছি তা ব্যর্থ করে দেয়। আর যাতে কোনো বেসামরিক মানুষের প্রাণহানি না ঘটে সে ল্েয সন্ত্রাসী ড্রোন হামলা বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আমেরিকা এ আহ্বানে কর্ণপাত করেনি এবং এ আহ্বানের পরও দু’দফা ড্রোন হামলা চালালো। ইতিপূর্বে পাকিস্তান বহুবার ড্রোন হামলা বন্ধের জন্য আমেরিকা ও আন্তর্জাতিক নানা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে।