স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডিপে¬ামা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর সোমবার দ্বিতীয় দিনের মতো সেমিস্টার পরীক্ষা বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেছে।
আইডিয়াল পলিটেকনিক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ২ দফা দাবী আদায়ের লক্ষ্যে শ্রীবরদীতে আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল বের করে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় পূর্ব ঘোষিত পরীক্ষা বর্জন করে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে ওই বিক্ষোভ মিছিলটি বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বি,এম কলেজ থেকে বের হয়ে চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। ঘটনাস্থলে পুলিশ তৎপর থাকায় কোন অপ্রীতিকর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।