স্টাফ রিপোর্টার : ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপুরক’ এই শ্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শেরপুরে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদফতরে উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
শহরের থানা মোড়ে অনুষ্ঠিত ওই মানববন্ধন পরিচালনা করেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। ওই মানবন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, জেলা প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখুশ জাহান, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ও নারীনেত্রী শামছুন্নাহার কামাল, সাংবাদিক সংগঠক হাকিম বাবুল, সাংবাদিক আবুল হাশিম, নারীনেত্রী কোহিনুর বেগম বিদ্যুৎ, এডভোকেট ফারহানা পারভীন মুন্নী প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন নারী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীরাও ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
