স্টাফ রিপোর্টার : যুবদের আত্মকর্মসংস্থানের ল্ ক্ষে শেরপুর যুব প্রশিণ কেন্দ্রে গবাদিপশু, হাঁসমুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি প্রশিণ কোর্সের ৭০ তম ব্যাচের প্রশিণ শেষ হয়েছে। এ উপল্েয ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুর যুব প্রশিণ কেন্দ্রের হলরুমে এক সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ গোলাম মোস্তফা আকন্দ।

সমাপানী অনুষ্ঠানে যুব প্রশিণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাহউদ্দিন মিয়ার সভপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এমএ হাকাম হীরা, কোর্স কো-অর্ডিনেটর জালাল আহমেদ প্রমুখ। আড়াই মাসব্যাপী এ প্রশিণে জেলার ৫ উপজেলার ৬০ জন শিতি বেকার যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেন।
