স্টাফ রিপোর্টার : ঈদকে সামনে রেখে শেরপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার ভোরে শেরপুর-শ্রীবরদী বাইপাস সড়কে হালগড়া এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। ওইসময় গরু ব্যবসায়ীদের ১০টি ভটভটি গাড়িতে হামলায় ২ গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা ২ টি গরুসহ ৪/৫ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে। এরা হচ্ছে স্থানীয় হালগড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে সনি (২৮) ও টাংগারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রবিন (২৫)। ওই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
পুলিশ ও ডাকাতদের কবলে পড়া গরু ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সোমবার ভোরে পাশ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ১০/১৫ টি ভটভটি গাড়িযোগে গরু নিয়ে যাচ্ছিল গরু ব্যবসায়ীরা। ওই সময় শেরপুর-শ্রীবরদী বাইপাস সড়কের হালগড়া এলাকায় একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি গরু ছিনিয়ে নেয়। এতে বাধাঁ দিতে গেলে দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। আহতদের বাড়ি সানন্দবাড়ি এলাকায়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বেই ডাকাতরা গা-ঢাকা দেয়। পরে ডাকাতির সাথে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। ঘটনাটি ডাকাতি নয়, একদল যুবক ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজু হয়েছে।
