ইয়ানুর রহমান : বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭৫০ কেজি ইলিশ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে মাছগুলো উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
খুলনা ২৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তায়েফ উল হক জানান, বিপুল পরিমানের ইলিশ ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের দৌলতপুরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭৫০ কেজি ইলিশ উদ্ধার করে বিজিবি সদস্যরা। এসময় মাছ পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা ইলিশগুলো বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে।
