পাবনা প্রতিনিধি ঃ পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের দু’দিন পর ওয়াসিম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল আটটার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত ওয়াসিম উপজেলার দিয়ার বাঘইল গ্রামের শানু কসাই’র ছেলে। পারিবারিক সুত্র জানায়, ওয়াসিম বাবার সাথে কসাই’র কাজ করতো। গত শনিবার দুপুরে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ ছিল সে।
পূর্ববিরোধের জের ধরে দূর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই পুকুরে ডুবিয়ে রেখেছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ ও নিহতের স্বজনরা। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, সোমবার সকালে পাকুরিয়া বাজারের পাশে জনৈক লিটনের পুকুরে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা থানায় গিয়ে লাশটি ওয়াসিমের বলে সনাক্ত করে।
