শ্যামলবাংলা ডেস্ক : আগামীকাল ১ অক্টোবর মঙ্গল ঘোষণা করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়।
এই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হতে যাচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপ ও আসামিপরে যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় গত ১৪ আগস্ট। ওইদিন রায় অপেমাণ রেখে,যেকোনো দিন রায় ঘোষণার কথা জানানো হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ই ডিসেম্বর মি. চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এবং ২০১১ সালের ১৭ই জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
একই বছরের ১৪ই নভেম্বর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ১৭ নভেম্বর তা আমলে নেন ট্রাইব্যুনাল।
২০১২ সালের ৪ঠা এপ্রিল ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে ২৩টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
