সিলেট সংবাদদাতা : সিলেটে প্রকাশ্য দিবালোকে ব্র্যাক ব্যাংকের ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ৩টার দিকে সিলেট নগরীর লালাবাজার এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের বন্দর বাজারে অবস্থিত ব্র্যাক ব্যাংক থেকে এক কর্মকর্তা একটি প্রাইভেটকারে শুধু চালককে নিয়ে ওই টাকা বিশ্বনাথ শাখায় নিয়ে যাচ্ছিলেন। পথে সিলেটের লালাবাজার এলাকায় কয়েকজন যুবক তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে ওই টাকা ছিনিয়ে নেয়। ব্যাংক কর্তৃপক্ষ ওই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ওই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ আইয়ুব জানান, বড় অংকের টাকা এক শাখা থেকে আরেক শাখায় নেওয়ার সময় নিরাপত্তাকর্মী সঙ্গে নেয়ার নিয়ম থাকলেও ব্যাংকটির কর্মকর্তা শুধু চালককে নিয়েই রওনা হয়েছিলেন। এছাড়া তারা দু’জনই অক্ষত থাকায় বিষয়টি নানা ঘুরপাক খাচ্ছে।
