মোঃ ফরিদুজ্জামান : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। ২৯ সেপ্টেম্বর রবিবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ না করে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই মিছিল ও শেরপুর-নালিতাবাড়ী মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে। তবে মিছিল চলাকালে কোন ভাঙচুর ও সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি।
শেরপুর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২৮ সেপ্টেম্বর শনিবার শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার সাথে শেরপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কোন সম্পৃক্ততা নেই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই শিক্ষার্থীরা ওই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তবে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
