স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় শেরপুরেও বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর এফিলিয়েটেড বডি’র উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিন। এসময় আয়োজক প্রতিষ্ঠানের লোকজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়।