ইয়ানুর রহমান, যশোর : যশোরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক আওয়ামী লীগ নেতাসহ ২ জন। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহরের ঢাকা রোড তালতলা এলাকায় পূর্ব শত্র“তার জের ধরে দুর্বৃত্তরা তাদের গুলি করে হত্যার চেষ্টা চালায়। গুলিবিদ্ধরা হচ্ছেন যশোর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম (৫২) ও বিআরটিসি পরিবহন কাউন্টারের কর্মচারী রিপন (২৮)।
জানা যায়, রবিবার সকালে মোল্লাপাড়ায় ৫/৬জন দুর্বৃত্ত নজরুল ইসলামের ছেলে আকাশকে হঠাৎ মারপিট করতে থাকে। এলাকাবাসী তাৎক্ষনিকভাবে থামিয়ে বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামকে নিয়ে বিরোধ নিস্পত্তির জন্য সেখানে জড়ো হয়। ওই সময় নজরুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তার পায়ে গুলি লাগে। একই সময় পরিবহন শ্রমিক রিপনের পেটে গুলি লাগে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।
