ইয়ানুর রহমান, যশোর : যশোরের চৌগাছায় আলোচিত চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যার ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের হরতাল আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের এক বৈঠকে ওটই সিদ্ধান্ত নেওয়া হয়।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক জানান, বিকেলে আওয়ামী লীগ নেতাদের সাথে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হকের বৈঠক হয়। বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাদের প্রতিশ্র“তি দেয়া হয়, চেয়ারম্যান মিন্টু হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ওই প্রতিশ্র“তির ফলে অনির্দিষ্টকালের হরতাল প্রত্যাহার করে চৌগাছা আওয়ামী লীগ। সংশ্লিষ্ট সুত্র জানায়, চেয়ারম্যান মিন্টু হত্যাকান্ডের ঘটনায় শনিবার পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ এ ব্যাপারে সন্দেহজনকভাবে শুক্রবার ৩ জনকে আটক করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে থানায় আসেনি। তবে পুলিশের তদন্ত চলছে। আশা করি এ হত্যাকান্ডের রহস্যের জট খুব শীঘ্রই খুলবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের গুলিতে সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টু নিহত হন। ওইদিন বিকেলেই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চৌগাছায় অনির্দিষ্টকালের হরতাল আহ্বান করা হয়। শুক্রবার সকাল থেকে এ হরতাল শুরু হয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত বহাল ছিল।
