ইয়ানুর রহমান, যশোর : জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু (৪৭) হত্যা মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের উপর দেয়া হয়েছে। এ নির্দেশ দিয়েছেন যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র।
চৌগাছা থানার ওসি গোলাম রহমান বলেন, যশোরের এসপির নির্দেশে ডিবিতে ওই হত্যাকাণ্ডের তদন্তভার দেয়ার পরই তারা তদন্ত শুরু করেছেন। শনিবার রাতে নিহত চেয়ারম্যান মিন্টুর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে চৌগাছা থানায়। মামলায় ৯জনের নাম উল্লেখ করা হয়েছে। আলোচিত ওই হত্যা মামলার আসামীরা হল বেনাপোলের কাগজপুকুর গ্রামের একাধিক হত্যা, অস্ত্র মামলার আসামি আমিনুল, জাহাঙ্গীরপুর গ্রামের শামীম, তুহিন, বিদ্যুৎ, সিংহঝুলি গ্রামের ফারুক, বেড়গোবিন্দপুর গ্রামের মিলন, সদর উপজেলার শ্যামনগর গ্রামের মোখলেসুর রহমান নান্নু, টিপু ও গরীবপুর গ্রামের টুটুল।
ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর চৌগাছায় দুর্বৃত্তরা সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুকে গুলি করে হত্যা করে।
